Introduction to PLC.
ইন্ট্রুডাকশন টু প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার(পিএলসি) March 13, 2024 পিএলসি কি? পিএলসি এর পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি একটি কম্পিউটারাইজড পদ্ধতি যেটির সাহায্যে একটি ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রপাতি খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। পিএলসি এর ইতিহাস : এখন আমরা জানবো পিএলসি এর উৎপত্তি সম্পর্কে। প্রকৃতপক্ষে ১৯৬০ সালের দিকে আমেরিকাতে পিএলসি উদ্ভাবনের প্রয়োজনীয়তা অনুভূত হয় তৎকালীন রিলে লজিক সিস্টেমকে প্রতিস্থাপন করার জন্য। পিএলসি উদ্ভাবনের পূর্বে একটি ফ্যাক্টরিতে পুরো কন্ট্রোল সিস্টেম পরিচালনার জন্য অসংখ্য রিলে, টাইমার, কাউন্টার প্রভৃতি ব্যবহার করা হতো। সেক্ষেত্রে পুরো সিস্টেমটি অনেক জটিল হয়ে যেত। এত এত সংখ্যক রিলে, টাইমার ও কাউন্টার এর জন্য এর ওয়্যারিং সিস্টেমও জটিল হয়ে যেত। এইসব সমস্যা সমাধানের লক্ষে পিএলসি উদ্ভাবনের প্রয়োজন অনুভূত হয়। ১৯৬৮ সালে জেনারেল মোটরসের একজন ইঞ্জিনিয়ার এডওয়ার্ড আর. ক্লার্ক তৎকালীন রিলে সিস্টেম প্রতিস্থাপনের জন্য একটি প্রস্তাবের অনুরোধ করেন। এর প্রেক্ষিতে বেডফোর্ড ম্যাসাচুসেটস থেকে বেডফোর্ড অ্যাসোসিয়েটস ১৯৬৯ সালে প্রথম পিএলসি ০৮৪ উপস্থাপন করে যেটি ছিল...